পাবনার ঈশ্বরদীতে আগামী ২২ নভেম্বর ২০২৫, শনিবার গাছের শাখা-প্রশাখা কর্তন কার্যক্রমের কারণে সাতটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নির্ধারিত এ কাজ চলাকালে বাবুপাড়া, স্কুলপাড়া, পিয়ারপুর, পেয়ারা খালি, উপজেলা পরিষদ এলাকা, চাঁদমারি ও ঝাউদিয়া। এই এলাকাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।
এ তথ্য নিশ্চিত করেছে বিক্রয় ও বিতরণ বিভাগ, নেসকো ঈশ্বরদী। সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।